এবার টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ

SHARE

781২২ দিন ফেসবুক বন্ধ রাখার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইন্টারনেট ভিত্তিক কল সেবাদাতা মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে বিটিআরসি থেকে দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সেবা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, ১৮ নভেম্বর সরকার ফেসবুক, ভাইবারসহ সামাজিক যোগাযোগের কয়েকটি অ্যাপস বন্ধ করে দেয়। এরপরই মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।

সামাজিক যোগাযোগের এ সেবাগুলো বন্ধ করতে গিয়ে ওই দিন প্রথমবারের মতো ইন্টারনেট সেবা থেকে পুরো দেশ কিছু সময় বিচ্ছিন্ন ছিল।