ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আড়াইহাজার প্রতিনিধি,০৬ আগষ্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই।
স্থানীয়রা জানান, উচিতপুরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হানিফ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সঙ্গে উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে।
এরই জের ধরে গত ৫ আগস্ট সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর তার দলবল নিয়ে হানিফ মেম্বারের বাড়িতে হামলা চালায়।
এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও এ ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হানিফ মেম্বারের লোকজন জাফরের বাড়িতে হামলা চালায়।
এ সময় জাফরের বড় ভাই আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় ও বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।