বাবাকে নির্যাতন: ২ ছেলের বিরুদ্ধে মামলা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,২৬ জুলাই : শেষে দিনগুলো আরাম-আয়েশে কাটানোর জন্য সারাজীবনের সঞ্চয় দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরি এলাকায় পাঁচ কাঠা জায়গা কেনেন জহিরুল হক (৮১)। বাড়িও নির্মাণ করেন। কিন্তু জমিসহ বাড়ি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য তার ওপর নির্যাতন শুরু করেন দুই ছেলে।

ছেলেদের নির্যাতন সহ্য করতে না পেরে জহিরুল হক আশ্রয় নেন মেয়ের কাছে। সেখান থেকেও দুই ছেলে তাকে টেনে-হিচড়ে নিয়ে যান। লজ্জায়-ভয়ে রাস্তায় চিৎকার শুরু করেন জহিরুল হক।

শনিবার (২৫ জুলাই) বিকেলে এ ঘটনার সময় স্থানীয়রা তাকে রক্ষা করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।

পুলিশ এবং স্থানীয়রা জানান, জহিরুল হক রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করতেন। জমানো টাকা দিয়ে সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় পাঁচ কাঠা জমি কেনেন। পরে সেই জমিতে বাড়িও নির্মাণ করেন। তার দুই ছেলে একরামুল হক সেলিম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। মেয়ে মর্জিনা। স্ত্রী মারা গেছেন। বিয়ের পর মেয়ে মর্জিনা একই সিটি করপোরেশনের বাসন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

এদিকে বাড়িসহ ওই পাঁচ কাঠা জমি লিখে দেওয়ার জন‌্য ছেলেরা তার ওপর নির্যাতন শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে অসহায় জহিরুল হককে উদ্ধার করে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তিনি ছেলেদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।