ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নির্বাচন কমিশন প্রতিনিধি,২০ জুলাই : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। আজ সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভা শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় ইসি সচিব বলেন, এনআইডিতে সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সঙ্গে নির্বাচন কমিশনের কারা কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করা হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। প্রমাণ সাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সচিব বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে এ মুহূর্তে সংসদীয় আসনে কোনো নির্বাচন করা হবে না। আগামী মাসে বসে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো, কবে থেকে নির্বাচন করা যায় সে বিষয়ে। জানা গেছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ জাতীয় পরিচয়পত্রে নিজের নাম সংশোধন করেছিলেন। বছরখানেক আগে তিনি নিজের নাম বদল করে সাহেদ করিম থেকে মোহাম্মাদ সাহেদ হয়ে যান। এ তথ্য বের হওয়ার পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগ বিষয়টি তদন্ত করে দেখেছে।