নৌবাহিনীর নতুন প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,১৮ জুলাই : নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শাহীন ইকবাল। রিয়ার এডমিরাল থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

শনিবার (১৮ জুলাই) যুগ্মসচিব শাহ আবদুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, (ট্যাজ), এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ( পি নং ৩০৭)-কে আগামী ২৫ জুলাই ২০২০ অপরাহ্ণে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

তিনি আগামী ২৪ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত মোট ৩ বৎসরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন।

১৯৮০ সালে অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দেওয়া শাহীন ইকবাল ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন পান।

নৌবাহিনীতে দীর্ঘ চার দশকের কর্মজীবনে শাহীন ইকবাল ফ্রিগেটসহ সব শ্রেণীর যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। বিএনএস তিতুমীর এবং স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।২০১১ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে ছিলেন শাহীন ইকবাল। কমোডর হিসেবে পদোন্নতি পাওয়ার পর ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরে পান চট্টগ্রাম নৌ অঞ্চলের নেতৃত্ব।