অভিনয়ে শেখ ফজলুল করিম সেলিম

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,১৮ জুলাই : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিভীষিকাময় সেই অধ্যায় উঠে আসছে রুপালি পর্দায়। তবে এটি পূর্ণদৈর্ঘ্য না স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হবে তা এখনো জানা যায়নি।

১৫ আগস্টের নির্মম এই ইতিহাসের স্বাক্ষী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি নিজেই লিখছেন এর চিত্রনাট্য। শুধু তাই নয়, তিনি এতে অভিনয়ও করবেন। বঙ্গবন্ধু চরিত্র রূপায়ন করবেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসব তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিপুণ।

নিপুণের টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানার নির্মিত হবে এটি। নিপুণ বলেন—১৫ আগস্ট আমাদের জন্য একটা ইতিহাস হলেও সেলিম আঙ্কেলদের জন্য এটি স্পর্শকাতর বিষয়। দিনটি নিয়ে তিনি বা বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরাও সচরাচর কথা বলতে চান না। এজন্য কাজটি নিয়ে আগাম কিছু বলতে চাই না। এটুকু জানিয়ে রাখি, সেলিম আঙ্কেলকে বুঝিয়ে কাজটি করার চেষ্টা করছি। চিত্রনাট্য লেখার কাজ তিনি শুরু করেছেন। নিজের চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন।

গত এক বছর ধরে প্রজেক্টটি নিয়ে নিরলসভাবে কাজ করছেন নিপুণ। করোনা সংকট কেটে গেলে এর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির ছোট ভাই তিনি।