ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,১৬ জুলাই : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে নিয়ে অভিযান পরিচালনা করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন গণমাধ্যমকে জানান, সাহেদ যেসব প্রতারণা করেছেন তার সরঞ্জাম অভিযানের আগেই সরিয়ে ফেলেন। তাই তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
এ কর্মকর্তা আরও বলেন, সাহেদ রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার নামে বিভিন্ন মানুষকে যে জাল সনদ দিয়েছেন, তাতে শুধু মৃত্যুর কোলেই ফেলে দেওয়া হয়নি, হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। একইসঙ্গে তার এ ধরনের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছেন বলে আমরা জানতে পেরেছি। তার সব ধরনের প্রতারণা সুচারুভাবে বের করতে তদন্ত করা হবে।
এদিকে করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পরে তাকে ঢাকায় এনে উত্তরায় তার কার্যালয়ে অভিযান চালায় র্যাব। এসময় সেখান থেকে প্রায় দেড় লাখ টাকার জাল নোট, স্যুটকেসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।