ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাতক্ষীরা প্রতিনিধি,১৬ জুলাই : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত এলাকার একটি ব্রিজের নিচে বোরকা পরা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান জেলে ও স্থানীয়রা। কোন পাগল ব্রিজের নিচে আশ্রয় নিয়েছে ভেবে সেখানে যাননি তারা। পরে জানা যায় তিনি ছদ্মবেশধারী সাহেদ। স্থানীয় একজন বলেন, রাত তিনটার দিকে যখন খালের পারে মাছ ধরতে যায়। টর্চ মেরে দেখি বোরখা পরে বসে আছে। আমি ভাবছি বাজারে এক মহিলা পাগল আছে। সেই বসে আছে।
আরেকজন বলেন, ‘রাত তিনটার সময় ব্রিজের তলায় ছিল। তারপরে র্যাবের গাড়ি আসলে আবার অন্যখানে পালায় যায়। র্যাবের গাড়ি চলে গেলে আবার ফিরে আসে। পরে র্যাব আবার ফিরে এসে তাকে ধরে। ওই সময় তার কাছে পিস্তল ছিল’
উল্লেখ্য,বুধবার ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে বোরকা পরে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সকাল ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে শাহেদকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় র্যাবের দলটি।