ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম এন্ড টিভি,ফরিদপুর প্রদিনিধি,০৭ জুলাই : ফরিদপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল আলম ঘুষের টাকা না পাওয়ায় ঠিকাদারের বিল আটকে দিয়েছেন মর্মে একটি সূত্র থেকে জানা যায়। সূত্রটি জানায়, জাহান এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান অনলাইনে ই-জিপির মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফরিদপুরের ৩টি উপজেলায় অফিস ফার্নিচার সরবরাহের কার্যাদেশ পায়। কার্যাদেশ অনুযায়ী ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও ফরিদপুর সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল (পাবলিক হেলথ) অফিসে ফার্নিচার সরবরাহ করে প্রতিষ্ঠানটি। মালামাল সরবরাহের পর ফরিদপুর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে বিল দাখিল করা হলে সেখান থেকে ১৫% ঘুষ দাবী করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ঘুষ দিতে অস্বীকার করায় প্রকৌশলী শফিকুল আলম ও হিসাবরক্ষক আসলাম নানা রকম টালবাহানা করতে থাকে। ৩০ জুন তারিখে বিল পরিশোধের সর্বশেষ সময়েও তারা বিলের টাকা ল্যাপস হয়ে যাবার হুমকি দিতে থাকে। ঐ দিন বিকালে নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল আলম ঠিকাদারী প্রতিষ্ঠানে ফোন করে জানান, ডিডি অফিসের ভুলের কারণে আইবাস++ এ বাজেট শো করছে না। তিনি আরো জানান, আমরা রাত ১২টা পর্যন্ত চেষ্টা করে যাব, তারপরেও কিছু না হলে আমাদের কিছু করার নাই। রাত ১২টার পর হিসাবরক্ষক আসলাম ফোনে জানান, বিল ল্যাপস হয়ে গেছে। জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান জাহান এন্টারপ্রাইজ নির্বাহী প্রকৌশলীর কাছে বিষয়টির ব্যাখ্যা জানে চাইলে তিনি বলেন, “নতুন করে বাজেট আনতে হবে। আপনারা তো আমাদের কথা শোনেন নাই।” সময়মত বিল না পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাথায় হাত। তারা বিষয়টি সুরাহার জন্য প্রশাসনিক আপিল দায়ের করেছে এবং মামলা করবার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রটি জানায়।