পাপুলের বিষয়টি এখন আন্তর্জাতিক ইস্যু: সিআইডি

SHARE

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল। ফাইল ছবি

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম এন্ড টিভি,ষ্টাফ রিপোর্টার,০৭ জুলাই : মানবপাচারকারী হিসেবে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের বিতর্কিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দুটি তালিকা পেয়েছি। এ ছাড়া পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরও আমরা নজরদারিতে রেখেছি। তাদের বিষয়ে কাজ করছি।’

মাহবুবুর রহমান বলেন, ‘লিবিয়ায় মানবপাচারের ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় জড়িত তিনজন গডফাদারের সম্পর্কে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তাদের ধনসম্পদেরও খোঁজ নেওয়া হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই আমরা কিছু বলতে চাচ্ছি না।’

সিআইডিপ্রধান বলেন, ‘সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।’

মাহবুবুর রহমান আরো বলেন, ‘সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। ‍এটি ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।’