দোকানপাট ও বাজার সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০১ জুলাই : সারা দেশে সকল বাজার ও দোকানপাট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে দোকানপাট ও বাজার বিকেল চারটা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিলো। মঙ্গলবার (৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।১লা জুলাই থেকে আগামী ৩রা আগস্ট পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রী।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ফরহাদ হোসেন। এছাড়া করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস এবং গণপরিবহণ যেভাবে চলবে সেভাবেই ৩রা আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান তিনি।