দনিয়াবাসীর দুর্ভোগ ‘আদর্শ উচ্চ বিদ্যালয় রোড’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৩ জুন : এক কিলোমিটার কাঁচা সড়কের অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা।  চলাচল করা যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়ে আহত হন যাত্রী। বৃষ্টি হলেই সড়কটি তলিয়ে যায় পানিতে।  পানি ঢুকে পড়ে আশপাশের দোকানে।  এতে মালামাল নষ্ট হয়ে লোকসানে পড়তে হয় ব‌্যবসায়ীদের।  আর ভাঙা সড়কে চলতে গিয়ে বেশি ভাড়া দিতে হয় যাত্রীদের।

এ চিত্র দনিয়াবাসীর ‘দুর্ভোগ’ আদর্শ উচ্চ বিদ্যালয় সড়কের।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ধোলাইখাল-শনিরআখড়া সড়কের সংযোগ ঘটিয়েছে উত্তর দনিয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় সড়কটি।  প্রতিদিন হাজারো মানুষজনের চলাচলের প্রধান এ সড়কটির দ্রুত সংস্কারের দাবি করেছেন স্থানীয়রা।

মুদি পণ‌্যের ব‌্যবসায়ী মো. শাহাবুদ্দিন বলেন, প্রায় ৪/৫ বছর হতে চললো রাস্তাটির এই দশা।  একটু বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে।  মানুষের চলাফেরা করতে কষ্ট হয়। অনেক সময় রিকশা উল্টে পড়ে যায়।  আর রাস্তাঘাট ভালো না হওয়ায় ক্রেতা কম।  রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় এ দাবি দনিয়াবাসীর।

নাম প্রকাশ না শর্তে এক ব‌্যবসায়ী বলেন, আগে এ রাস্তা অনেক ভালো ছিল।  এখানকার কিছু বাড়িওয়ালা তাদের বাসায় দারোয়ান নিয়োগ দিয়েছেন।  সেই দারোয়ানরা রাস্তায় ময়লা, আবর্জনা ফেলে।  অনেকে বালি, মাটিও ফেলে যান।  ফলে রাস্তাটির এ অবস্থা হয়েছে।

রেনু আক্তার নামে এক বাসিন্দা বলেন, রাস্তার এ করুণ দশা দেখার যেন কেউ নেই।  ভোটের আগে কত কথা শোনায়। নির্বাচিত হয়ে গেলে তাদের দেখাই মেলে না।  এই রাস্তা দিয়ে বাচ্চাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়।  অনেক সময় দুর্ঘটনাও ঘটে।  আর ভাড়াও বেশি দিতে হচ্ছে।  আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

শফিকুল ইসলাম নামে এক রিকশা চালক বলেন, রাস্তার কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়।  খানাখন্দ থাকায় রিকশার ক্ষতি হয়।  তাইতো যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হয়।  রাস্তা ঠিক হলে আমাদেরও যেমন সুবিধা হবে তেমনি যাত্রীদেরও সুবিধা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ৬১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জুম্মন মিয়া বলেন, আমাদের মেয়র সব বিষয়ে সচেতন। তিনি এলাকায় এলাকায় গিয়ে মানুষের দুঃখ, দুর্দশা দেখেন।  ওয়ার্ডের কয়েকটি রাস্তা, লিংক রোডের কাজ করার স্ট্রেটমেন্ট হয়ে গেছে।   এখন টেন্ডার হয়ে গেলে কন্ড্রাকটররা কাজ শুরু করবেন।  আশা করছি কোরবানি ঈদের আগে টেন্ডার হয়ে যাবে।  আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তাটিসহ ১০/১৫টি রাস্তা, লিংক রোডের কাজ অতি দ্রুত শেষ করতে পারবো।