পাপুলের বিষয়ে তদন্তে বাংলাদেশ দূতাবাস হস্তক্ষেপ করবে না

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,১০ জুন : মানব পাচার ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে তদন্তে বাংলাদেশ দূতাবাস কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
রাষ্ট্রদূত আরব টাইমসকে বলেন, এ বিষয়ে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। পাপুলের ইস্যুতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এখনও কোন আলোচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মানব পাচার ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকায় পাপুলকে রিমান্ডে নেয়া হয়। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সি.আই.ডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন দেশটির পাবলিক প্রসিকিউশন।

এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে কুয়েতের স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হয়।