ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গোপালগঞ্জ প্রতিনিধি,০৮ জুন : গোপালগঞ্জের কোটালীপাড়ার নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হাসান ও পুলিশের সোর্স মো. রেজাউলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সোমবার দুপুর ১২ টার দিকে এই দু’জনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে জেলা কারাগারের হাজতে পাঠিনোর নির্দেশ দেন।
তিনি জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত টিম গঠন করা হয়েছে।
এর আগে, রোববার (৭ জুন) রাতে নিহত নিখিল তালুকদারের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)। এর পরপরই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার (২জুন) বিকেলে উপজেলার রামশীল বাজারের কাছে নিখিলসহ চারজন তাস খেলছিলেন। এসময় কোটালীপাড়া থানার এএসআই শামীম হাসান সোর্স মো. রেজাউলকে নিয়ে সেখানে গিয়ে আড়ালে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় টের পেয়ে অন্য ৩জন পালিয়ে গেলেও নিখিলকে ধরে মারপিট করতে থাকে এবং হাঁটু দিয়ে মেরুদণ্ডে আঘাত করে। এতে নিখিলের মেরুদণ্ড তিন খণ্ড হয়ে যায়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।