দুদকের এনামুল বাছিরের জামিন নামঞ্জুর

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আদালত প্রতিনিধি,০২ জুন : ঘুষ কেলেঙ্কারির মামলায় বরখাস্ত হওয়া দুদক পরিচালক এনামুল বাছিরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভার্চুয়াল কোর্টের বিচারক শেখ নাজমুল আলম শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।

এনামুল বাছিরের পক্ষে জামিন শুনানি করেন সৈয়দ রেজাউর রহমান। দুদকের পক্ষে মোশারর হোসেন কাজল জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যলয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেন। গত ১৯ জানুয়ারি ডিআইজি মিজান ও এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন শেখ মো. ফানাফিল্লাহ। ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। এরপর আদালত চার্জগঠনের তারিখ ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বদলির আদেশ দেন। মামলাটি এখন চার্জ শুনানির অপেক্ষায় রয়েছে।