ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,২৯ মে : অফিস-আদালত খোলার খবরে পাটুরিয়া-দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বেড়েছে রাজধানীমুখী মানুষের চাপ। করোনা ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফিরছেন কর্মজীবী মানুষ।
করোনার সংক্রমণ ঠেকাতে বারবার সতর্ক করা হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে, ঘাট এলাকার চাইতে মহাসড়কগুলোয় যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে।
রোববার (৩১ মে) থেকে বিভিন্ন অফিস আদালত খুলে যাওয়ায় ঢাকায় ঢোকার রাস্তায় চাপ বেড়েছে কর্মস্থলমুখী মানুষের।
মানিকগঞ্জ
শুক্রবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পৌঁছান। গাদাগাদি করে করোনা ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দেন অনেকে। প্রশাসন থেকে বার বার সতর্ক করা হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এদিকে, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় সময় লাগছে দ্বিগুণ।
মাদারীপুর
কাঁঠালবাড়ি নৌরুটেও রয়েছে যাত্রীদের চাপ। করোনা পরিস্থিতিতেও কেউ মানছেন না সামাজিক দূরত্ব। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই পারাপার হচ্ছেন যাত্রীরা।
মুন্সীগঞ্জ
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটেও রাজধানীগামী মানুষের ভিড় বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট কার ও মোটরবাইকের চলছে রমরমা ব্যবসা। গাদাগাদি যাত্রী উঠানোর পাশাপাশি কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে সকালে মহাসড়কগুলোতে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। গণপরিবহণ বন্ধ থাকায় ব্যক্তিগত কিংবা ভাড়ায় চালিত অন্যান্য হালকা যানবাহনে কর্মস্থলে ফিরছেন মানুষ।