ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বরগুনা প্রতিনিধি,২৩ মে : খোলা আকাশের নিচেই রাত কাটছে বরগুনার হাজারো পরিবারের। ঘূর্ণিঝড় আম্পান কেড়ে নিয়েছে তাদের মাথা গোঁজার ঠাঁই। জেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রবল বাতাস দুমড়ে মুচড়ে দিয়েছে বরগুনার কালিবাড়ি এলাকার শেখরের ছোট বসত ঘরটি। স্বপরিবারে তাই রাত কাটছে খোলা আকাশের নিচে। নিজের মাথায় ছাদ না থাকলেও সন্তানকে আঁচলে ঢাকার চেষ্টা মায়ের।
অনেকেই আছেন বিধ্বস্ত ও গাছচাপা পড়া ঘরের মধ্যে। যা নতুন করে জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাদের।
অবশ্য জেলা প্রশাসক জানালেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছেন তারা।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ১০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা দেয়া হবে। এছাড়া শুকনো খাবার দেয়া হবে।
বরগুনা জেলার ৬ উপজেলায় ৯ হাজার ৮শ কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড় আম্পানে।