ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,১৭ মে : ‘আঁখ মারি’, ‘দিলবর’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান গেয়েছেন নেহা কাক্কর। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা তিনি। কিন্তু প্রশংসার পাশাপাশি তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও হয়।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নেহা বলেন, ‘আমি মানুষ, অবশ্যই এগুলো শুনে আমার খারাপ লাগে। কিন্তু খারাপ লাগার পর নিজেকে সামলিয়ে নিই। আমি মনে করি, যারা খারাপ মন্তব্য করে তারা আমাকে হিংসা করে। তারা চিন্তা করে, নেহা এই অবস্থানে কেন? যে এক নম্বর তাকে নিয়েই তো সবাই লিখবে। আমি মনে করি, এক নম্বর বলেই আমাকে নিয়ে সবাই কথা বলে। তবে যারা হিংসা করে তারা সংখ্যায় কম, ভক্তের সংখ্যাই বেশি।’
বলিউডে এখন অনেক রিমিক্স গান হচ্ছে। এ নিয়ে নেহা বলেন, ‘যদি রিমিক্স ভালোভাবে হয় তাহলে কোনো সমস্যা নেই। কারণ এটি অনুমতি নিয়েই তৈরি হয়। শুরুতে সবাই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করে বলেছে, গান নষ্ট করে ফেলছে। কিন্তু পরবর্তী সময়ে তারাই আবার ওই গান শুনছে এবং গানের তালে নাচছে।’
গত এপ্রিলে হানি সিংয়ের সঙ্গে ‘মস্কো মাশুকা’ নামে একটি গান প্রকাশ করেছেন নেহা। পাঞ্জাবি ও রাশিয়ান ভাষার মিশ্রণে গাওয়া এই গান ইউটিউবে এখন পর্যন্ত ৩০ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।