কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল হত্যার ঘাতক গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০৫ মে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল হত্যার রহস্য উদঘাটন এবং ঘাতক আশিকুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আশিকুজ্জামান ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি (জামতলামোড়) এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত রোববার বিকালে আকুয়া বোর্ড এলাকা থেকে আশিকুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সময় পরিহিত রক্তমাখা প্যান্ট এবং গেঞ্জি গাজীপুর শ্রীপুরের এমসি বাজার থেকে উদ্ধার করা হয়। পরদিন সকালে তার নিজ এলাকার ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়।

জানাগেছে, মোবাইল ছিনতাই করতে গেলে তৌহিদুল আশিকুজ্জামানকে দেখে ফেলে। মোবাইলটি ছিনিয়ে নেয়ার সময় দু’জনের জোরাজুরি হলে আতিকুজ্জামান ঘরে থাকা লোহার রড দিয়ে তৌহিদের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তৌহিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।