ছদ্মবেশে-বাড়িভাড়ার নামে এলাকায় ঢোকে, ১০ সেকেন্ডেই ভাঙে তালা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০৪ মে : ঘরের তালা ও আলমারির ড্রয়ার ভেঙে মাত্র ১০ থেকে ১২ মিনিটে শেষ করে চুরির পুরো প্রক্রিয়া। চট্টগ্রামে এক বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনার পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে মূল রহস্য। সনাক্ত করা হয় সংঘবদ্ধ চোর চক্রটিকে।
কখনো ছদ্মবেশে, কখনো বাড়ি ভাড়ার কথা বলে এলাকায় ঢুকে। টার্গেট বহুতল ভবন। ১০ সেকেন্ডে ভাঙ্গে যে কোন ধরনের তালা। লুট করে স্বর্ণালংকার ও টাকা পয়সা। মাত্র ১০ থেকে ১২ মিনিটে শেষ করে পুরো চুরির প্রক্রিয়া তারা। অভিযানে স্বর্ণালংকারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে বাকলিয়া থানার পুলিশ।

চক্রের এক চোর বলেন, হটতে থাকি। বিল্ডিংয়ে ঢুকে যেখানে তালা মারা দেখি সেটা ভেঙে চুরি করি।

আরেকজন বলেন, কেউ দেখে ফেললে বলি, বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি। এভাবেই বের হয়ে চলে আসি।

পুলিশ বলছে, সংঘবদ্ধ চোর চক্রটি দীর্ঘদিন পর্যবেক্ষণ করে ভিন্ন কৌশলে নিখুঁতভাবে শেষ করে চুরির প্রক্রিয়া। গত দুই মাসে অন্তত ২০টি বাড়িতে চুরি করেছে চক্রটি।

সিএমপির উপ- পুলিশ কমিশনার এস এম মেহেদী বলেন, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র। এই চক্রে চারজন সদস্য আছে এবং তাদের সবাইকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

গত ১৮ এপ্রিল নগরীর দেওয়ান বাজারে এক কলেজ শিক্ষকের বাসায় অভিনব পদ্ধতিতে চুরি করার একটি ভিডিও ফুটেজ দেখে চক্রটিকে ধরতে সক্ষম হয় বাকলিয়া থানা পুলিশ।