ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,৩০ এপ্রিল ; পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী অচিরেই সকল মুসলিমের জন্য খুলে দেওয়া হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস এ তথ্য জানান।
মানবদেহে মহামারী করোনা সংক্রমণ শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে।
শেখ আল-সুদাইস মসজিদে ক্যামেরা স্থাপনের স্থান পরিদর্শন করেন যার মাধ্যমে একসাথে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষনিক শনাক্ত করা যাবে।
যদি কোন ব্যক্তির অসুস্থ হওয়ার আশংকা থাকে তবে এই ডিভাইসে তা প্রদর্শিত হবে বলেও জানান তিনি।
এটি পরিদর্শনের সময় তিনি দ্রুত মসজিদটি সকল মুসলিমের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে বলে জানান।