দেখা গেছে চাঁদ, কাল থেকে রোজা শুরু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,২৪ এপ্রিল : বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজ‌রি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।  শনিবার থেকে রমজান মাসের গণনা শুরু হবে, অর্থাৎ প্রথম রোজা শুরু।

শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।  আহলান সাহলান মাহে রমজান।  ২০ মে বুধবার দিবাগত রাতে লাইলাতুল কদর। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।  এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।  করোনাভাইরাসের কারণে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হাফেজসহ সর্বোচ্চ ১২ জন তারাবি পড়বেন মসজিদে আর মুসল্লিরা আদায় করবেন নিজ নিজ ঘরে।