দশমিনায় করোনা অপবাদে সংঘর্ষের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, দশমিনা (পটুয়াখালী),২০ এপ্রিল : পটুয়াখালীর দশমিনা উপজেলার কাটাখালী গ্রামের পূর্ব শক্রতার জের ধরে করোনার অপবাদে হামলা সংঘর্ষের ঘটনায় দশমিনা থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।থানা ও মামলা বিবরই সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০টায় একই গ্রামের আ. রহিম ও আজাহার সিকদার গংরা পূর্বপরিকল্পিতভাবে করোনার অপবাদ ও জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র দু’পক্ষের হামলা সংঘর্ষে একই পরিবারের শহিদুল গাজী, স্ত্রী মিনারা বেগম ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী নাইমুল গুরুতর আহত হয়।

আহত শহিদুল গাজী জানান, আমি ঢাকার একটি রডের দোকানে শ্রমিকের কাজ করি। প্রায় দেড় মাস আগে গ্রামের বাড়িতে আসি। করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আমার ছেলে কমলাপুর স্কুল এন্ড কলেজের এইচএসসির পরীক্ষার্থী নাইমুল গত ২৫ মার্চ বাড়ি চলে আসে।এ ব্যাপারে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জালাল উদ্দিন জানান, এজাহার নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।