কল দিলে বাড়িতে পৌঁছে যাবে খাদ্যসামগ্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২০ এপ্রিল : করোনায় অবরুদ্ধ অবস্থার মধ্যে খাদ্য সংকটে থাকা কেউ মোবাইলে এবং ম্যাসেঞ্জারে কল দিলেই খাদ্যসামগ্রী বাড়ি পৌঁছে দিচ্ছে বাংলাদেশ যুবলীগ।

সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু নিজ উদ্যোগে নিজের অর্থায়নে এই সেবা দিয়ে যাচ্ছেন। ধাপে ধাপে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় এসব সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এজন্য ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চলে এই কর্মকাণ্ড পরিচালনার জন্য ৪টি টিম করেছেন তিনি।

করোনা প্রাদুর্ভাবে দেশ আক্রান্ত হওয়ার পর থেকে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। এর ধারাবাহিকতায় শনিবার তিনশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবলীগের এই নেতা।

মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় জানিয়ে বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্দেশনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয় ও মধ্যবিত্ত দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছে। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি জানান, শনিবার সকাল থেকে মোবাইল কল, ম্যাসেন্জারের তালিকা অনুযায়ী সুত্রাপুর, গেন্ডারিয়া, শ্যামপুর, ডেমরা, যাত্রাবাড়ী, রমনা, বংশাল, লালবাগ, হাজারীবাগ থানার অন্তত দুশ পরিবার ও একশ রিকশা, ভ্যান, কাবার্ড ভ্যান, সিএনজি চালাকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে আমাদের নিজস্ব কর্মীর চারটি টিম। খাদ্য সামগ্রী মধ্যে চাল ৫ কেজি, ডাল ১কেজি, তেল ১ কেজি, আটা ২ কেজি, আলু ২কেজি, পিঁয়াজ ১ কেজি, সাবান ২টি রয়েছে।

বাবু জানান, ‘ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। কল (০১৭৩৩৩৪৪০০০) বা ম্যাসেঞ্জারে জানালে আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দেবো। আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের ম্যাসেঞ্জারেও কল করা যাবে।’