ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,১৪ এপ্রিল : পয়লা বৈশাখে বাঙালি জাতিসত্ত্বার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। সেই উৎসবে একাত্ম হন রুপালি ভুবনের তারকারাও।
চলচ্চিত্রের আঁতুর ঘর বিএফডিসিতেও প্রতিবছর বর্ষবরণ উৎসব করা হয়। বাংলা বছরের প্রথম দিনে নজরকাড়া সাজে সজ্জিত হয় শিল্পী সমিতিসহ অন্যান্য সমিতির কক্ষ। সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা জানাতে আসেন শিল্পী ও কলাকুশলীরা। এফডিসিতে তারকাদের মেলা বসে। পরিচালক-শিল্পী ও কলাকুশলীদের আনাগোনায় ব্যস্ত হয়ে উঠে বিএফডিসি। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। জনমানবহীন নীরব-নিস্তব্দ এফডিসি। দু-চারটি ক্ষুধার্ত কুকুর ছাড়া আর কেউ নেই। গতকাল এসব অভুক্ত কুকুরদের খাবার দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
সিনেমাপাড়া নামে খ্যাত এফডিসিতে নেই কোনো সিনেমার শুটিং। চলচ্চিত্রের সংগঠনগুলোর সদস্যদের চায়ের টেবিলে হয়না কথার বাহাস, ক্রেতাদের অপেক্ষায় বসে নেই ঝালমুড়ি বিক্রেতা। এমনকি চলচ্চিত্রের বেকার লোকগুলো কাজের সন্ধানে এখন আর এফডিসির পার্কে অপেক্ষা করে না। করোনার ছোবলে জনমানবহীন এফডিসিতে পরিণত হয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় বিএফডিসিতে বর্ষবরণের কোনো আয়োজন রাখা হয়নি। এ যেন উৎসবহীন ধূসর এফডিসি।