অভিনেতা থেকে চোরের নেতা: ২ জনের দোষ স্বীকার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,১১ এপ্রিল : ঢাকায় সেন্ট্রাল রোডের ফ্ল্যাটে গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা এবং ল্যাপটপ চুরির মামলায় মূলহোতা অভিনয় শিল্পী মো. হাসান (জিসান) ও তার সহযোগী আনোয়ার হোসেন চুরির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

হাসানের সহযোগী ভ্যানচালক আব্দুল আলীম ও চোরাই স্বর্ণের ক্রেতা লিখন শেখকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জবানবন্দি রেকর্ড এবং কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে পুলিশ চার আসামিকে আদালতে হাজির করে।  জিসান এবং আনোয়ার হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।  আব্দুল আলীম ও লিখন শেখকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান।

এর আগে ৯ এপ্রিল ধানমন্ডি, হাজারীবাগ এবং লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।