ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,খুলনা প্রতিনিধি,০৮ এপ্রিল : ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন’- ইউটিউবে এমন গুজব ছড়ানোর অভিযোগে রুহুল আমিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
খুলনার বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে খুলনা মহানগর ডিবি পুলিশ তাকে আটক করে।
রুহুল আমিন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে রুহুল আমিন তার নিজের তৈরি করা ইউটিউব চ্যানেল ‘তাজ টিভিতে’ সেটি আপলোড করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করে।
সেসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, মডেম, রাউটার, ক্যামেরা ও ট্রাইপডসহ বিভিন্ন ইলেক্ট্রিক সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (৮ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গ্রেফতারকৃত রুহুল আমিন যে প্রচারণা চালিয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক। এ ঘটনায় তার বিরুদ্ধে করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।