ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,০৭ এপ্রিল : করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে ভারতে।একদিকে করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা দেশকে, কেউ বা আবার মারণ ভাইরাসের সংক্রমণের জেরে হারিয়েছেন প্রিয়জনকে।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, করোনা-আতঙ্কে আক্রান্ত দেশবাসীকে গানের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে এল বলিউড।
এর নেপথ্যে ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয়কুমার।‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ নামের শিরোনামে গানটি সোমবার মুক্তি পেয়েছে।
অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর সঙ্গে যৌথভাবে ‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বড় মাপের শিল্পীদের।
প্রযোজক বাসু ভাগনানির ছেলে অভিনেতা জ্যাকি ভাগনানির মিউজ়িক লেবেল থেকে প্রকাশিত হয়েছে কৌশল কিশোরের লেখা এই অ্যান্থেম, যেখানে শোনা গেছে বিশাল মিশ্রের কণ্ঠ। অক্ষয় কুমার, ভিকি কৌশল , আয়ুষ্মান খুরানা, কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, অনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মালহোত্রা থেকে তাপসী পান্নু, রকুলপ্রীত সিং, কৃতি শ্যানন সকলকেই দেখা গেল ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই মিউজিক ভিডিওতে। রয়েছেন ক্রিকেটার শিখর ধাওয়ানও। এই গানের মাধ্যমেই দেশবাসীর মনোবল বাড়ানোর পাশাপাশি সতর্ক বার্তাও দিলেন তারকারা।
গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই অক্ষয়ের এই উদ্যোগকে প্রশংসায় ভাসিয়ে দেয় নেটিজেনরা।