ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি,০৬ এপ্রিল : করোনায় সচেতনতা বাড়াতে গত এক সপ্তাহে হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছেন সাবেক এমপি কেয়া চৌধুরী।
তিনি বলেন, ‘বাজারগুলোতে বিকেলে লোকসমাগম প্রচুর হয়। করোনাভাইরাস নিয়ে জনমনে একধরনের গুরুত্বহীন মানসিকতা দেখেছি। যুবকরা দল বেঁধে রাস্তার ধারে, ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছে।’
গ্রামের বয়স্করা জানান, তাদের গ্রামে এই রোগ আসবে না। দিনে কয়েক বার সমবয়স্করা একসঙ্গে মসজিদে এবং বাজারে যান।
কেয়া চৌধুরী বলেন, ‘সরকারি ত্রাণসামগ্রী গ্রামে যাচ্ছে, তবে সত্য কথা হলো এখনো সর্বত্র পৌঁছানো যায়নি ত্রাণ। গ্রামে অসহায় মানুষের সংখ্যা এখনো অনেক বেশি। এরা আসলেই এসময়ে চরম বিপদে। তবে, সরকারের বিভিন্ন সহায়তার খবর জানতে পেরে সবাই আশা করছেন।’