ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,০৩ এপ্রিল : বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। এরই মধ্যে এ নিয়ে শোবিজ তারকারা সচেতনতামূলক বার্তা দিয়েছেন। করোনা প্রতিরোধে সচেতন স্টার কিড আব্রাম খান জয়।
চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, জয় হাত ধৌয়া নিয়ে বেশ ব্যস্ত। মূলত এটি ছিল করোনা সচেতনতামূলক একটি ভিডিও। এমনটাই জানান অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘করোনা মোকাবেলায় আমরা বড়রা বেশ সচেতন। জয়ের বয়স এখন তিন বছর ছয় মাস। সে মজার ছলেই কাজটি করেছে। তবে আমার মনে হয়েছে বড়দের পাশাপাশি ছোটদেরও সতেচন থাকা উচিত। আর এজন্য ভিডিওটি শেয়ার করেছি।’
তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করার পর পরই অসংখ্য লাইক-কমেন্টসে ভরে যায়। এর আগেও মাকে নিয়ে গান ও মা-বাবাকে নিয়ে কবিতা আবৃত্তি করে ভাইরাল হয় এই স্টারকিড।
দেখুন: