কদমতলীতে ৩০০০ দুস্থদের মাঝে খাবার, নগদ অর্থ বিতরণ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০২ এপ্রিল : বিশ্বব্যাপী মহামারিতে রুপ নেওয়া করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও। এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এ জন্য গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এমন পরিস্থিতিতে তিন হাজার দুস্থদের মধ্যে খাবার বিতরণ করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

জানা গেছে, গতকাল বুধবার রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাচ কলোনী, চাঁদ টেক্সটাইল, ওয়াসা রেললাইন বস্তি ও ওয়াসা কোয়ার্টারে নিজ উদ্যোগে ভাসমান ও দুস্থদের মধ্যে খাবার, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেন এই ওয়ার্ড কাউন্সিলর। এ ছাড়াও বিকেলে মেরাজনগর এলাকার সৈয়দ নগর ও মোহাম্মদ বাগ এলাকার প্রতিটি অসহায় পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি লবণ ও ডাল বিতরণ করেন তিনি। এর পাশপাশি প্রত্যেককে নগদ পাঁচশ টাকা করেও দেন।

গত ২২ মার্চ থেকে এ কার্যক্রম শুরু করেন আকাশ কুমার ভৌমিক। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।