জ্বরে আক্রান্ত পাপিয়া, রিমান্ড শেষ না করেই কারাগারে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০১ এপ্রিল : রিমান্ডে থাকা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া জ্বরে আক্রান্ত হওয়াতে রিমান্ড শেষ না করেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে র্যাব করোনা সন্দেহে পাপিয়ার করোনা টেস্ট করিয়েছে। ফলাফল নেগেটিভ আসে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানিয়েছে, আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তবে সুস্থ হওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
র্যাব সূত্র জানিয়েছে, ১১ মার্চ দ্বিতীয় দফায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে (মতি সুমন) তিন মামলায় ৫ দিন করে ১৫ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পান তারা। এরই প্রেক্ষিতে র্যাব হেফাজতে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো। কিন্তু রিমান্ডের তৃতীয় দিন থেকে তার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। পরে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়।

করোনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসায় তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল মানবজমিনকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাপিয়াকে আমাদের হেফাজতে এনেছিলাম। জিজ্ঞাসাবাদের তিন দিনের মাথায় তার জ্বর, হাচি, কাশি শুরু হয়। করোনা সন্দেহ করে আমরা তার টেস্ট করিয়েছিলাম। ফলাফল নেগেটিভ আসে। তাকে আদালতের মাধ্যমে ৭/৮ দিন আগে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সে সুস্থ হওয়ার পর আবার জিজ্ঞাসাবাদ করবো।
আদালতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাপিয়াকে কারাগারে পাঠানোর জন্য র‌্যাবের পক্ষ থেকে আবেদন করা করা হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। এখন পাপিয়া কাশিমপুর কারাগারে আছে।