ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,২৮ মার্চ : ‘আলহামদুলিল্লাহ! এখনো ভালো আছি। তবে সামনে কী হবে তা জানি না—নিউ ইর্য়ক থেকে এভাবেই কথাগুলো ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কমকে বলেন এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ক্ষুদ মার্কিন যুক্তরাষ্ট্রও নাজেহাল। ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৩২৯ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৪ জন। দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শ্রাবন্তী। এই পরিস্থিতিতে শ্রাবন্তী তার বর্তমান অবস্থা প্রসঙ্গে এসব কথা বলেন।
সময়ের সঙ্গে করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই দুর্যোগ মুহূর্তে ঘরবন্দি সময় কাটছে শ্রাবন্তীর। যথাসম্ভব সতর্ক থাকার চেষ্টা করছেন তিনি।
এর আগে উদ্বিগ্নতা প্রকাশ করে শ্রাবন্তী তার ফেসবুকে লিখেন, মানসিকভাবে প্রস্তুত মৃত্যুর জন্য। যে অবস্থায় আছি যেকোনো সময় ডাক আসতে পারে। কিন্তু ভেতরটা কেঁপে উঠে আমার পাশে শুয়ে থাকা নিষ্পাপ বাচ্চা দুটির কথা ভেবে। ঘুম আসে না আমার। আল্লাহ তুমি ক্ষমা করো।
শুধু শ্রাবন্তী নন, যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশের অনেক তারকা শিল্পীরা। এ তালিকায় রয়েছেন—টনি ডায়েস, রোমানা, মোনালিসা, আফসান আরা বিন্দু, রিচি সোলায়মান প্রমুখ। তাদের মনেও বিরাজ করছে অজানা এক ভয়!