ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজশাহী প্রতিনিধি,২০ মার্চ : রাজশাহী নগরীর ভদ্রা এলাকার আতর আলী তার ছেলের সুন্নতে খাৎনার জন্য বিরাট আয়োজন করেন। আমন্ত্রণ জানান চার শতাধিক অতিথিকে। তবে পুলিশ শুক্রবার দুপুরে সেই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
করোনাভাইরাস ছড়িয়েপড়া ঠেকাতে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
স্থানীয়রা জানান, গণজমায়েতে নিষেধাজ্ঞা থাকার পরও সুন্নতে খাৎনার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে চলছিল রান্নার আয়োজন। প্যান্ডেল বানিয়ে অতিথিদের খাবারের ব্যবস্থা করা হয়। করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় কেউ পুলিশে খবর দেয়। দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয়।
তালাইমারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, অনুষ্ঠানটি বন্ধ করে রান্না করা খাবার অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।