মায়ের কোলে অবুঝ শিশু ইমা আক্তার [ছবি: সংগৃহীত]
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মদন (নেত্রকোনা) প্রতিনিধি,১৮ মার্চ : ঘটনাস্থল মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রাম। গতকাল গ্রামের দুই বছরের অবুঝ শিশু ইমা আক্তার খাট থেকে পড়ে গেলে হাত ভেঙে যায়। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তড়িঘড়ি করে তার ডান হাতে প্লাস্টার করে দেওয়া হয়। পরে দেখা যায়, তার বাম হাত ভেঙেছে।
শিশুটির মা তাসলিমা আক্তার জানান, অনেকবার বলার পরও মেয়ের ভুল হাতে প্লাস্টার করা হয়।
চিকিত্সকের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে শিশুটির বাবা ইঁদুচান বলেন, হাসপাতাল থেকে আমাদের একটা ট্যাবলেটও দেওয়া হয়নি। জেলা স্বাস্থ্য প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জানিয়ে এর তদন্ত দাবি করেন তিনি।
মিরাজুল ইসলাম মিরাজ জানান, তারা আমাকে না বলে এক্সরে করে নিয়ে এসেছে। শিশুটির ডান হাতে ধরতেই ব্যথা অনুভব করায় প্লাস্টার করেছিলাম। এক্স-রেতে কোন হাতে ব্যথা তা লেখা ছিল না। ফলে ভুলটি হয়েছে। আবার নতুন এক্সরে করে বাম হাতে প্লাস্টার করেছি।
জেলা স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এই ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।