ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,১৪ মার্চ : ইতালি থেকে ফেরত আসা ১৪২ জন বাংলাদেশিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। যারা সবাই আজও ইতালি থেকে ফিরেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে শনিবার (১৪ মার্চ) সকালে তাদের হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু এর কিছু পরপরই তুমুল হট্টগোল শুরু হয় আশকোনার হজ ক্যাম্পে। কোয়ারেন্টাইনে রাখা ১৪২ জনই গোলমাল করতে করতে চলে এসেছেন হজ ক্যাম্পের গেটে। আশকোনায় নানা অব্যবস্থাপনার অভিযোগ করেছেন স্বজনেরা। যদিও, পরীক্ষা ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক যাত্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এদিন সকালে ইতালি থেকে দেশে ফেরেন এই ১৪২ জন বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে সবাইকে সর্বোচ্চ সতর্কতায় আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
সর্বোচ্চ নিরাপত্তায় বিআরটিসি ও বাংলাদেশ পুলিশের ৪ টি বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় আশকোনা হজক্যাম্পে। শরীরে করোনার উপসর্গ নির্ণয়ে চলছে কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষা।