পাপিয়ার মামলার তদন্তে র‌্যাব

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,১০ মার্চ : নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত  নেত্রী শামীমা নূর পাপিয়া  ও তার স্বামী বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করবে র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়ন (র‌্যাব)। অস্ত্র ও মাদক আইনে দায়ের করা দুটি মামলার তদন্ত করবে এই সংস্থাটি।  মঙ্গলবার (১০ মার্চ)  মামলাটি পুলিশ সদর দফতর থেকে র‌্যাব-১-এর কাছে হস্তান্তর করা হয়।

এই প্রসঙ্গে বিকেলে  র‌্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক সারওয়ার বিন কাশেম রাইজিংবিডিকে বলেন, ‘মামালার তদন্ত করতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। এখন অনুমোদন মিলেছে। সেক্ষেত্রে দ্রুতই তদন্ত শুরু হবে। এ কারণে মামলার সব নথিও মহানহগর গোয়েন্দা পুলিশের কাছে থেকে আনা হবে।’

এদিকে গ্রেপ্তারের পর পর থেকে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় ১৫ দিনের রিমান্ডে নেয়ে গোয়েন্দা পুলিশ। এরপর থেকেই তারা ডিবি হেফাজতে আছেন। রিমান্ডে পাপিয়া তার অন্ধকারের জগতের চাঞ্চল্যকর সব তথ্য দিয়ে আসছে গোয়েন্দাদের।

প্রসঙ্গ, ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।