সন্ত্রাস মোকাবিলায় সকল দেশের সংসদকে সংহতি প্রকাশের আহ্বান

SHARE

629আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের সংসদকে একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।  মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলাভ দেশটির পক্ষে এ আহ্বান জানান।

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত, রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ‘‘কাউন্সিল অব দি ফেডারেশন’’ এ আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় গৃহীত প্রস্তাবের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।

পরে তিনি প্রস্তাবের একটি কপি স্পিকারের কাছে হস্তান্তর করেন। উক্ত প্রস্তাবে আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের পার্লামেন্টকে একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

এর আগে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়  ও সিপিএ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।