মুজিববর্ষের নামে চাঁদাবাজি, তিন যুবলীগ নেতা গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,০৭ মার্চ : মুজিববর্ষের নামে চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগের তিন নেতা গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শেখ রিয়াজ উদ্দিন আহমেদ রাজ, মো. শাহজাহান এবং বাটল বড়ুয়া ডানো। তারা তিনজনই সংযুক্ত আরব আমিরাতে পলাতক শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গত ২ মার্চ নন্দনকাননের থ্রিএ হোম স্কেচ নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে তারা মুজিববর্ষের নামে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। শুক্রবার তারা ওই দোকান থেকে চাঁদা আনতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ ও শাহজাহানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাটুলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে স্বপ্নচুড়া এবং একতা যুব সংঘ নামে দুটি সংগঠনের প্যাড উদ্ধার করা হয়। এসব প্যাডে বিভিন্ন প্রতিষ্ঠান এবং পাশে টাকার পরিমাণ উল্লেখ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

ওসি বলেন, গ্রেফতাররা নিজেদের বিদেশে পলাতক বাবরের অনুসারি হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।