সাভারে তালাবদ্ধ কাভার্ড ভ্যান থেকে ১৩ ডাকাত আটক

SHARE

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ।

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাভার প্রতিনিধি,০৫ মার্চ : সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কাভার্ড ভ্যানে লুকিয়ে থাকা আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ফরিদপুর ১১-০২১০) জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতে নাতে আটক করে পুলিশ।

আটক ডাকাতরা হলো- কেরানীগঞ্জের কলমাচরের নাজিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩০), একই এলাকার মৃত বারেক হোসেনের ছেলে মহি উদ্দিন (৪৫), জামালপুর জেলার সদর থানার গাবরগালে গ্রামের জব্বার আলীর ছেলে রাজু মিয়া (৩০), মাদীপুরের শিবচর থানার সাবের আলীবেপারী গ্রামের মৃত জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ মিয়া (৩৫), মাদীপুরের শিবচর থানার বয়াতীকান্দি গ্রামের মৃত বিষা মাদবরের ছেলে জালাল মাদবর (৫০), মাদীপুরের শিবচর থানার চরকাচিকাটা গ্রামের মো. সিকান্দার ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৪০), একই গ্রামের মৃত সোবাহান সিকদারের ছেলে রাসেল শিকদার (২৮), আশুলিয়ার দোসাইদ আনারকলি বস্তির মৃত আফসার আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জের সাটুরিয়ার চরভাটারা গ্রামের মৃত বদ্ধু চন্দ্র মনি দাসের ছেলে পাগল চন্দ্র মনিদাস (৫৫), মানিকগঞ্জের ঘিওর থানার চরঘিওর গ্রামের মৃত তালেব মল্লিকের ছেলে আইয়ুব আলী (৪৪),  সাদেক মিয়া (৪১), মনির হোসেন (৪৫) ও আবুল হোসেন ফকির (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, বুধবার দিনগত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাভার থানার একটি সাধারণ ডায়েরির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা হেমায়েতপুর হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে তিন জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লশি করে দুটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কাভার্ড ভ্যানের ভিতরে তাদের বাকী সদস্যরা লুকিয়ে আছে। কাভার্ড ভ্যানটির তালা খুলে ভিতর থেকে আরও ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় সড়কে ও বাসা বাড়িতে ডাকাতি ও গরু চুরি করে আসছিল। তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি শাবল, দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।