ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি : জন্ম সূর্যোদয়ের দেশে হলেও সেই মায়া ছেড়ে এই বঙ্গদেশেই বেঁধেছেন ঘর, হয়ে উঠেছেন পুরোদস্তুর বাঙালী। কথাতো বটেই গানও গাইছেন বাংলা ভাষাতে। শুধু তাই নয় রঙিন মলাটের অন্দরমহলে যে আবেগ-অনুভূতির খেরোখাতা সেই সাদা পৃষ্ঠাজুড়ে লিখছেনও বাংলায়। বলছি ‘সুন্সকে মিজুতানি’ ও ‘মায়ে ওয়াতা-নাবের’ কথা।
সুনসকে মিজুতানি ও মায়ে ওয়াতানাবে নাগরিকত্বে জাপানিজ হলেও কণ্ঠে তাদের বাংলা গান।
বাংলার মাটিতেই পার করেছেন এক যুগেরও বেশি সময়। ঘুরে বেরিয়েছেন জেলা থেকে উপজেলায়, মুগ্ধ হয়েছেন বাংলাতেই।
তাদের বাংলা ভাষার কথোপকথোনে অবাক হবেন যে কেউ। শুধু প্রয়োজনে নয় ভালোবেসেই শিখেছেন বাংলা।
দুইজনেরই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে লালন সংগীত। তবুও যেকোনও ঘরানার বাংলা গানেই ভালোবাসা অনুভব করেন সুনসকে ও মায়ে।
টোকিও অলিম্পিক ২০২০ উপলক্ষে বাংলাদেশের হয়ে প্রচারণামূলক গানে কণ্ঠ দিয়েছেন তারা। যার শিরোনাম আকাশে। সেই অভিজ্ঞাতার কথাও জানিয়েছেন তারা।