ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়নগঞ্জ প্রতিনিধি,২১ ফেব্রুয়ারি : সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে কি কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাধীন সব উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের পরামর্শে পরিচালিত হবে।
প্রসঙ্গত, কাজী মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। এর দু’বছর পর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদী এই কমিটি তিন বছর আট দিনের মাথায় কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা জানান, কমিটি গঠনের পর থেকেই নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করাসহ সরকারি দলের নেতাদের সাথে গোপন সখ্যতার অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। এছাড়া জেলা কমিটির সাথে মহানগর ও থানা কমিটির নেতাদের একতা ও পারস্পারিক সুসম্পর্ক নেই এমন কথাও তারা বলছেন। নেতাকর্মীদের অভিযোগ বিগত দিনে আন্দোলন সংগ্রামে শহরে একটি ঘটনায় কর্মীদের ছেড়ে এক শীর্ষ নেতা মোটরসাইকেলে করে পুলিশের ভয়ে পালিয়ে যায়। এ সময় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে এবং শীর্ষ ওই নেতার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তাই কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নেতা-কর্মীরা ধারণা করছেন। তবে তারা আশা করছেন, ত্যাগী ও মূলধারার নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী নতুন কমিটি যেন গঠন করা হয়।