মুক্তিযোদ্ধাকে বের করে দিলেন ওসি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বরিশাল প্রতিনিধি,২১ ফেব্রুয়ারি : বরিশালের বাকেরগঞ্জ থানায় বিচার চাইতে যাওয়া এক মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালাগাল করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওসি আবুল কালামের বিরুদ্ধে। যদিও বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম এই অভিযোগ অস্বীকার করেন। অভিযোগকারী মুক্তিযোদ্ধা শাহআলম (৭০) ওই উপজেলার নেয়ামতি গ্রামের বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল হিসেবে ওই থানা থেকেই ২০০৪ সালে অবসরগ্রহণ করেন। তার দুই ছেলের মধ্যে মো. মালেক নামে একজন বরিশাল মেট্রোপলিটন পুলিশে এবং অপর ছেলে  মো. বাদশা সুনামগঞ্জে র‌্যাব-৯ এ কনস্টেবল পদে চাকরি করেন। মুক্তিযোদ্ধা শাহে আলম জানান, একটি অভিযোগের বিষয়ে পুলিশের পদক্ষেপ জানতে বুধবার সন্ধ্যার পর ওসি’র কক্ষে যান তিনি। এ সময় ওসি তার অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বিবাদীর সঙ্গে সমঝোতা করতে বলেন। তিনি সমঝোতায় রাজি না হয়ে র‌্যাব সদস্য ছেলেকে হত্যা প্রচেষ্টার বিচার দাবি করেন। এ সময় ওসি উত্তেজিত হয়ে তাকে গালাগাল করেন এবং তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, তাদের শালা-দুলাভাই বিরোধ। হামলার অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে হামলার সত্যতা পায়নি।