ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নোয়াখালি প্রতিনিধি,২০ ফেব্রুয়ারি : নোয়াখালী’র জেলা ডিবি পুলিশ ৭তম বারের মত শ্রেষ্ঠত্ব সম্মাননা অর্জন করেছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম জোনের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে এ শ্রেষ্ঠ সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন।
জেলা ডিবি পুলিশ অফিস সূত্রে জানা যায়, প্রতি মাসে মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গ্রেফতারী পরেয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, চিহ্নিত তালিকভূক্ত ও পেশাদার অপরাধী গ্রেফতার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্ম মূল্যায়নে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে ৮ ক্যাটাগরীতে এসব সম্মাননা স্বারক ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করেন। তারই আলোকে প্রতিবারের ন্যায় এবারও নোয়াখালী জেলা ডিবি পুলিশ কর্মের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ স্বরুপ এ শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেছে।
এ সম্মেলনে যারা ৮টি ক্যাটাগরীর মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা স্বারক পুরুষ্কার পেয়েছেন তারা হলেন, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে চাটখিল থানার এ,এস,আই মোঃ জাকির হোসেন, সোনাইমুড়ি থানার এ,এস,আই মোঃ আল আমিন, ডিবি পুলিশ এস,আই মোঃ জাকির হোসেন, মামলা তদন্তকারী অফিসার হিসেবে কবিরহাট থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, কমিনিউটি পুলিশং সমস্বয় কমিটি চাটখিল থানার শ্রেষ্ঠ কমিনিউটি পুলিশং সদস্য হিসেবে মনোনিত সদস্য মোঃ এস,এম বাকী বিল্লা, শ্রেষ্ঠ থানা কোম্পানীগঞ্জ এবং শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নোয়াখালী ডিবি পুলিশ নির্বাচিত হয়েছে। ডিবি নোয়াখালী টানা ৭তম বারের মত শ্রেষ্ঠত্ব সম্মাননা অর্জন করল।
সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজ জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন খাতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন প্রদান করেন।
নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন ও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান শিকদার সহ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ পুরষ্কার গ্রহন করেন।
সম্মেলনে অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) জনাব মোঃ জাকির হোসেনসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।