ড্রাগন সোয়েটারের আই‌পিও অনুমোদন

SHARE

600প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির ৫৬১তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিজ্ঞপ্তির মাধ্য‌মে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিওর মাধ্যমে কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ১০ টাকা মূ‌ল্যের চার কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। আর পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির গত পাঁচ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।