ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,হানিফ খান,মেঘনা থেকে,১১ ফেব্রুয়ারি : মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তি যোদ্ধার অবদান কোনো দিন ভুলা যাবে না।
তিনি আজ মঙ্গলবার কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মুক্তি যুদ্ধ ভবন উদ্বোধন উপলক্ষে পরিষদ চত্তরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরো বলেন, আজ আমরা যারা পদপদবী ও মন্ত্রীত্বে আছি তা সেই শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আজকের মুক্তি যোদ্ধাদের অবদান।
তিনি বিকেল সাড়ে তিনটায় ভবনের সামনে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
এসময় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও কামরুল হাসান, ওসি আব্দুল মজিদ,সাবেক উপজেলা পরিষদের দুই উপজেলা চেয়ারম্যান যথাক্রমে মোঃ শফিকুল আলম ও আব্দুস ছালাম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিলন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মুনাজাত পরিচালনা করেন পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মোস্তফা । পরে তিনি ভবনের ফলক উন্মোচন শেষে ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।এছাড়া মন্ত্রীকে পুলিশের একটি টিম গার্ড অব অর্নারের মাধ্যমে সালাম প্রদর্শন করেন।