ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, মোঃ নাজিম উদ্দিন, মেঘনা প্রতিনিধি,০৪ ফেব্রুয়ারি : এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার
সকল ইউনিয়ন, গ্রামসহ প্রতিটি মহল্লায় সন্ধ্যার পর থেকে উচ্চ স্বরে গান ও মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন,মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ ৷ কুমিল্লার মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ তার নিজ Facebook এর মাধ্যেমে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিতে এ নির্দেশ দেন ৷
মেঘনার প্রতিটি ইউনিয়নে, গ্রাম-মহল্লায় এবং কি প্রতিটি ঘরে ঘরে সন্ধ্যা ছয়টার পর গানবাজনা, উচ্চ স্বরে ডেকসেট ও মাইক না বাজানোর জন্য অনুরোধ করেন (ওসি) এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,১ ফেব্রুয়ারি শহরের এক অভিভাবক তাঁর সন্তানের এসএসসি পরীক্ষার প্রস্তুতি উচ্চ স্বরে মাইকের শব্দে ব্যাহত হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ করেন।