ভোট দিলেন প্রধানমন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০১ ফেব্রুয়ারি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সভাপতি শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পরে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদনের বাসার ঠিকানার ভোটার। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র।ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোট কেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ১৫০টি ভোট কেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষ রয়েছে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোট কেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোট কক্ষ রয়েছে।এর আগে, গত ২২ ডিসেম্বর ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।