ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৭ জানুয়ারি : দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে নির্বাচনী প্রচার শেষে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অ্যাড. শেখ শামসুন্নাহার হক লাকী নামের ওই প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬১, ৬২ ও ৬৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী।
জানা গেছে, রোববার দিবাগত রাত ১০টার একটু পর নির্বাচনী প্রচার প্রচারনা শেষে বাসায় ফেরার সময় শনির আখড়ার রফিকুল ইসলাম সড়ক রোডে পৌঁছলে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আহত অ্যাড. শেখ শামসুন্নাহার হক লাকীর ছোট ভাই সজল ঘটনার সত্যতা জানিয়ে বলেন, তার বোন ৬১, ৬২ ও ৬৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস মার্কা) হিসেবে নির্বাচন করছেন।
তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনেকবার হুমকি ও প্রদান করা হয়েছে। প্রার্থী অ্যাড. শেখ শামসুন্নাহার হক লাকী তার ভাইকে ও বলেছিল,আমি নির্বাচনে জয়ী বা পরাজিত হই,কিন্তু কারো হুমকির কাছে নত স্বীকার করবো না।
হামলার পর রাত সাড়ে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত নারী প্রার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।