দেশের সকল মাদরাসায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। সকল মাদরাসায় এসব কর্মসূচি সফলভাবে পালন করার জন্য সোমবার একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ছায়েফ উল্লা সাক্ষরিত আদেশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০১৫ যথাযোগ্য মর্যদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য সকল মাদরাসায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও র্যালি, ক্রীড়া অনুষ্ঠান, বিজয় দিবসের তাৎপর্য ও ভাবগম্ভীর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠান, মুক্তিযোদ্ধ সম্পর্কিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করতে করতে হবে।